মালোয়েশিয়ান বিফ কারি Malaysian Beef Curry

মালোয়েশিয়ান বিফ কারি Malaysian  Beef Curry : 

উপকরন:

এক কেজি গরুর মাংস হাড় সহ , নারিকেল দুধ এক কাপ , গরম মসলা ( দারুচিনি টি স্টিক ,এলাচী / টি ,স্টার আনিস টি ,তেজ পাতা টি ,) তেল হাফ কাপ , চিন টেবিল চামচ , / টি রসুন কোয়া ( বড় বড় কোয়া ), আদা স্লাইস /৪টি , লেমন গ্রাস হাফ টুকরা , আস্ত টালা ঝিরা টেবিল চামচ , আস্ত টালা ধনিয়া টেবিল চামচ , সাদা গোল মরিচ টেবিল চামচ , শুকনা মরিচ টি , সুইট রেড পেপার টি ( মাঝারি ) ( টা বড় ক্বাশমিরি লাল মরিচ ) অথবা ক্যাপসিকাম / , লবন চা চামচ , তেতুল সস টেবিল চামচ , কুরানো নারিকেল / কাপ , আপনি মাংসের হাড় সাড়া চাইলে রান্না করতে পারেন আমি হাড় সহ নিয়েছি মাংস ধুয়েপানি ঝরিয়ে রাখুন ৷ 
কারি পেস্ট উপকরন ; আস্ত পেয়াজ ১টি কাটা ( মাঝারি ) , কুরানো নারিকেল কড়াইতে একটু তেল দিয়ে বাদামি করে ভেজে নিন এবার ব্লেন্ডারে ভাজা নারিকেল এবং পেয়াজ থেকে শুরু করে তেতুল সস পর্যন্ত সব উপকরন দিয়ে ভালো করে ব্লেন্ডা করে কারি পেস্ট করে নিন
প্রনালি ;
চুলায় কড়াইতে তেল দিয়ে তা সাথে গরম মসলা এবং কাটা লেমন গ্রাস ছোট একটি কাটা দিন এবং বানানো কারি পেস্ট দিয়ে নাড়তে থাকুন এবং ভাজতে থাকুন তেলের মাঝে কারিপেস্ট একেভাবে শুকিয়ে ভাজা হয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন গরুর মাংস গুলো দিন এবং সব মসলা সাথে ভাজতে থাকুন মাংস ৷পানি দিতে হবে না মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই মাংস কসাতে থাকুন একটু সময় নিয়ে মাংস কসান এবং কসানো হলে নারিকেল দুধ সাথে মাংস সিদ্ধ হওয়া পরিমাপ পানি দিন ' একটু লবন দেখে নিন ,লাগলে লবন দিয়ে দিন এবং চিনি দিন , এবং ঢেকে চুলার মিডিয়াম আচেঁ রান্না করুন ৩০ মিনিট ৷মাংস সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে যখন মাখা মাখা ঝোল থাকবে নামিয়ে নিন
গরম গরম মালশিয়ান Nai biriyani সাথে পরিবেশন করুন অথবা পোলাও ,সাদা ভাত সাথে পরিবেশন খুব সুস্বাদু মালয়েশিয়ান বিফ কারি.


No comments:

Post a Comment