মাল্টা ডিলাইট Malta Delight

মাল্টা ডিলাইট Malta Delight:


••রকমারি রান্না শিখুন••'s photo.উপকরণঃ- কাপ ঘন ক্রীম- টি মাল্টা- / টেবিল চামচ অরেঞ্জ জেস্ট (মাল্টার খোসা ঝুরি করে নেয়া। পোস্টের প্রথম কমেন্ট বক্সে ছবি দেয়া হয়েছে।)- / কাপ কন্ডেনসড মিল্ক- টেবিল চামচ জেলাটিন পাউডারপ্রণালীঃ- প্রতিটি মাল্টা কে সমান করে ভাগ করে কেটে নিয়ে ভেতরের পাল্প তুলে হাত দিয়ে চেপে জুস করে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোন পাল্প বাআঁশ না থাকে। প্রায় কাপ এর মত জুস হবে টি মাল্টা থেকে। মাল্টার ভেতরের অংশ তুলে নেওয়ার পর খোসা গুলোও রাখতে হবে মাল্টার জুস এর সাথে জেলাটিন পাউডার মিশিয়ে চুলায় অল্প আঁচে কিছুক্ষন নেড়ে রান্না করতে হবে। জেলাটিন পাউডার পুরো মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে - ক্রিম খুব ভাল করে বীট করে নিয়ে হুইপ ক্রিম তৈরী করে নিতে হবে, এতে কন্ডেনসড মিল্ক এবং অরেঞ্জ জেস্ট দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশাতে হবে এবার এতে জেলাটিন মেশানো মাল্টার জুস দিয়ে খুব দ্রুত হুইস্ক করে ভাল করে মিশিয়ে আগে থেকে তৈরী করে রাখা মাল্টার খোসায় চামচ দিয়ে এই মিশ্রন ভরে ফ্রিজ কমপক্ষে - ঘন্টার মত রেখে দিতে হবে - ফ্রিজ থেকে বের করে উপরে মাল্টা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মাল্টা ডিলাইটমাল্টার ভেতর থেকে পাল্প বের করে আনার সময় খুব সাবধান করতে হবে যাতে খোসা ছিঁড়ে না যায়

No comments:

Post a Comment