চিলি চিকেন Chilli Chicken

চিলি চিকেন  Chilli Chicken

উপকরন : মুরগীর মাংস হাডিড ছাড়া আধা কেজি , পিয়াজকুচি ১ কাপ, কাঁচামরিফাঁলি ৫/৬ টা, হলুদগুড়া খুব অলপ, শুকনামরিচ গুড়া চা চামুচের ১ চামুচ, ধনেগুড়া চা চামুচের ১ চামুচ, ভাজা জিরারগুড়া চা চামুচের ১ চামুচ, গোলমরিচ গুড়া, টেস্টিং সলট চা চামুচের ১ চামুচ করে, সয়াসস টে- চামুচের ১ চামুচ, টমেটো সস টে- চামুচের ১ চামুচ, লবন সবাদমত, তেল পরিমানমত, গরমমশললার গুড়া ও ঘি ১ চামুচ। সাজানোর জন্য : পিয়াজ, সসা, গাজর, গোল করে কাটা, কাঁচামরিচ, লেবু ও পুদিনাপাতা। প্রনালী : মুরগীর মাংস পরিসকার করে ধুয়ে অলপ পানি ও লবন দিয়ে সেদধ করে নিন। সেদধ মাংস ঠানডা হলে হাত দিয়ে ছিড়ে ছিড়ে ঝুড়িঝুড়ি করে রাখুন। এবারে কড়ায়ে তেল দিয়ে সব উপকরন দিয়ে কষিয়ে সেদধ মাংস দিয়ে নেড়েনেড়ে অলপ পানি দিয়ে ঢেকে দিন। জ্বাল কম করে দিন। কিছুখন পর মাংস কড়ায় ছেড়ে আসবে, তেল বের হয়ে আসবে ভালো ভাবে নেড়ে জিরারগুড়া, গরমমশললার গুড়া ও ঘি দিয়ে নেড়ে ঝাল,লবন চেখে পরিবেশন পােএ ঢেলে সাজানোর উপকরন দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজার চিকেন চিলি নানরুটি, পরোটা ও ভাতের সাথে।

রসগোল্লা Rosho Golla.

রসগোল্লা Rosho Golla.

উপকরনঃ
ছানা কাপ
সুজি টে চামচ
চিনি কাপ

প্রনালিঃ
১। ছানা সুজি হাতের তালু দিয়ে ভাল করে ডলে ডলে ছানুন। যখন ছানা থেকে তেল বের হয়ে হাতের তালু তেলতেলে হয়ে যাবে এবং বল বানালে তাতে কোন চিড় থাকবে না, একদম মসৃন বল হবে তখন বুঝবেন ছানা একদম রেডি।
২। এবার ছানাটাকে ছোট ছোট গোল বল বানান। চিনি কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। টগবগ করে ফুটে উঠলে বলগুলো ছেড়ে ভালকরে ঢেকে দিন। ১০-১৫ মিনিটের মধ্যে বলগুলো ফুলে প্রায় ডাবল হবে। ২০ মিনিট পর নামিয়ে নিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন

মাল্টা ডিলাইট Malta Delight

মাল্টা ডিলাইট Malta Delight:


••রকমারি রান্না শিখুন••'s photo.উপকরণঃ- কাপ ঘন ক্রীম- টি মাল্টা- / টেবিল চামচ অরেঞ্জ জেস্ট (মাল্টার খোসা ঝুরি করে নেয়া। পোস্টের প্রথম কমেন্ট বক্সে ছবি দেয়া হয়েছে।)- / কাপ কন্ডেনসড মিল্ক- টেবিল চামচ জেলাটিন পাউডারপ্রণালীঃ- প্রতিটি মাল্টা কে সমান করে ভাগ করে কেটে নিয়ে ভেতরের পাল্প তুলে হাত দিয়ে চেপে জুস করে নিতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোন পাল্প বাআঁশ না থাকে। প্রায় কাপ এর মত জুস হবে টি মাল্টা থেকে। মাল্টার ভেতরের অংশ তুলে নেওয়ার পর খোসা গুলোও রাখতে হবে মাল্টার জুস এর সাথে জেলাটিন পাউডার মিশিয়ে চুলায় অল্প আঁচে কিছুক্ষন নেড়ে রান্না করতে হবে। জেলাটিন পাউডার পুরো মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখতে হবে - ক্রিম খুব ভাল করে বীট করে নিয়ে হুইপ ক্রিম তৈরী করে নিতে হবে, এতে কন্ডেনসড মিল্ক এবং অরেঞ্জ জেস্ট দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশাতে হবে এবার এতে জেলাটিন মেশানো মাল্টার জুস দিয়ে খুব দ্রুত হুইস্ক করে ভাল করে মিশিয়ে আগে থেকে তৈরী করে রাখা মাল্টার খোসায় চামচ দিয়ে এই মিশ্রন ভরে ফ্রিজ কমপক্ষে - ঘন্টার মত রেখে দিতে হবে - ফ্রিজ থেকে বের করে উপরে মাল্টা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মাল্টা ডিলাইটমাল্টার ভেতর থেকে পাল্প বের করে আনার সময় খুব সাবধান করতে হবে যাতে খোসা ছিঁড়ে না যায়

চিকেন বাইটস Chicken Bites


চিকেন বাইটস Chicken Bites


••রকমারি রান্না শিখুন••'s photo. উপকরন :
- দেড় কাপ হাড় ছাড়া মুরগীর মাংস সেদ্ধ- / কাপ চিলি সস- চা চামচ লেবুর রস- আধা চা চামচ মরিচ গুঁড়ো- আধা চা চামচ আদা-রসুন বাটা- টেবিল চামচ ক্রিম চীজ- আধা কাপ চীজ গ্রেট করে নেয়া- - টি কাঁচা মরিচ কুচি- আধা কাপ ময়দা- টি ডিম (ফেটিয়ে নেয়া)- কাপ কর্ণফ্লেক্স গুঁড়ো- লবণ স্বাদমতো- তেল ভাজার জন্য
পদ্ধতিঃ 
সেদ্ধ মুরগীর মাংস কাঁচা চামচ দিয়ে আঁশ আঁশ ছাড়িয়ে নিন। এরপর এতে, চিলি সস, লেবুর রস, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ক্রিম চীজ, চীজ, কাঁচা মরিচ কুচি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর এতে দিন ময়দা। প্রয়োজন মতো ময়দা দিয়ে গোল গোল করে ডুবো তেলে ভাজা যায় এমন করে ময়দার ডোয়ের মতো শক্ত নয় নরম নয় এমন করে তৈরি করুন। এরপর এটি কর্ণফ্লেক্সের গুঁড়োতে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। লালচে করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে রাখুন। বাড়তি তেল শুষে গেলে সসের সাথে পরিবেশন করুন মজাদারচিকেন বাইটস